১. মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রিগণের বেতন, ভ্রমণ ব্যয়, মহার্ঘ ভাতা, বাড়ী ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, ব্যয় নিয়ামক ভাতা ও নির্বাচনী এলাকার অফিস পরিচালনা ভাতা, আসবাবপত্র সরবরাহ, পৌরকর, ওয়াসা, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানী, পেট্রোল ও লুব্রিক্যান্ট, প্রহরী কক্ষ নির্মাণ, বাড়ী মেরামত, ঐচ্ছিক মঞ্জুরী ইত্যাদি বিষয়ে বাজেট ও সংশোধিত বাজেট প্রণয়ন;
২. মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রিগণের পারিতোষিক ও প্রাধিকার আইন অনুযায়ী বিভিন্ন খাতসমূহের জন্য প্রতি বৎসর আর্থিক বাজেটের প্রস্তাব প্রণয়ন;
৩. মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রিগণের ভ্রমণ ব্যয় সংক্রান্ত বাজেট বিভাজন ও অতিরিক্ত বরাদ্দ প্রদান;
৪. অর্থ বছর শেষে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রিগণের ভ্রমণ ব্যয় সহ অন্যান্য খাতের অর্থের ব্যয়িত/অব্যয়িত হিসাবের বার্ষিক প্রতিবেদন প্রস্ত্তত করণ;
৫. মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রিগণের (পারিতোষিক ও প্রাধিকার) আইন অনুযায়ী বাসস্থানের আসবাবপত্র, পর্দা, কার্পেট, এয়ারকুলার ইত্যাদি সরবরাহ ও অস্থায়ী প্রহরী কক্ষ নির্মাণের বিষয়ে বাজেট বরাদ্দ প্রদান;
৬. মন্ত্রীগণের দেশের অভ্যন্তর/বৈদেশিক ভ্রমণ সংক্রান্ত দৈনিক প্রতিবেদন প্রস্ত্ততকরণ;
৭. মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণের চিকিৎসা ভাতার বিল (দেশীয় ও বৈদেশিক) পরীক্ষা-নিরীক্ষা করা এবং সংশ্লিষ্ট বাজেট হতে উপযোজন প্রদান;
৮. মন্ত্রিসভা বৈঠক ও প্রশাসনিক সংস্কার সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) এর বাজেট ও সংশোধিত বাজেট প্রণয়ণ ও ব্যয় নির্বাহ করণ;
৯. ঐচ্ছিক মঞ্জুরী সম্পর্কীয় কার্য সম্পাদন;
১০. দপ্তরবিহীন মন্ত্রিগণের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ এবং তাঁদের বেতন ও আনুষঙ্গিক ভাতাদির বিষয়ে বাজেট প্রস্ত্ততকরণ;
১১. নির্বাচন কমিশন সচিবালয়ের অনুরোধ অনুযায়ী প্রয়োজনীয় কর্মচারী নিয়োগ সংক্রান্ত রাষ্ট্রপতির সাংবিধানিক কাজে সহায়তা করা;
১২. বিমান বন্দরের ভিভিআইপি ও ভিআইপি লাউঞ্জ ব্যবহারের নির্দেশনা;
১৩. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলি ৷