১৩। প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়

৩৯। প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-২

১. বিভিন্ন প্রশাসনিক ইউনিট তথা বিভাগ, জেলা, উপজেলা, থানা ইত্যাদির সৃষ্টি/ ও সীমানা নির্ধারণ;
২. নিকার সভা অনুষ্ঠান এবং এতদসংক্রান্ত সাচিবিক সহায়তা প্রদান;
৩. নিকার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ;
৪. টাস্কফোর্স ও এনএমসি সংক্রান্ত কার্যক্রম;
৫. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলি।

৩৯। প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-২

৩৩.১

সচিব-সভা আয়োজন সংক্রান্ত যাবতীয় কাজ;

৩৩.২

সচিব-সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন পরিবীক্ষণ;

৩৩.৩

সচিব-সভা কর্তৃক গঠিত বিভিন্ন উপ-কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান;

৩৫.৪

জাতীয় পুরস্কার/পদক সংক্রান্ত নির্দেশাবলি প্রণয়ন ও হালনাগাদকরণ;

৩৩.৫

স্বাধীনতা পুরস্কার প্রদান সংক্রান্ত প্রস্তাব আহ্বানও যাচাই-বাছাই সংশ্লিষ্ট কাজ;

৩৩.৬

স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত প্রাপ্ত প্রস্তাবসমূহ প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি এবং জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপনের নিমিত্ত সংক্ষিপ্ত বিবরণী ও বই প্রস্তুতকরণ;

৩৩.৭

জাতীয় পদক পরিধান নির্দেশিকা প্রণয়ন/হালনাগাদকরণ সংক্রান্ত কাজ;

৩৩.৮

সমন্বয় অনুবিভাগের যাবতীয় প্রতিবেদনের সমন্বয় সংক্রান্ত কাজ;

৩৩.৯

সমন্বয় ও সংস্কার ইউনিটের সমন্বয় সভা আয়োজন সংক্রান্ত কাজ;

৩৩.১০

সমন্বয় অনুবিভাগের সমন্বয় সভা আয়োজন সংক্রান্ত কাজ; এবং

৩৩.১১

কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কাজ।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন