৩। প্রশাসন

৮। সাধারণ সেবা-২ (সুপারনিউমারারি)

৮.১

মন্ত্রিপরিষদ বিভাগের যানবাহন ব্যবহার সংক্রান্ত (সার্বক্ষণিক, প্রশাসনিক সরকারি ও ব্যক্তিগত) যাবতীয় কার্যাদি;

৮.২

মন্ত্রিপরিষদ বিভাগের রাবার স্ট্যাম্প, নাম ফলক ও অনার বোর্ড সরবরাহ ও সংরক্ষণ সংক্রান্ত যাবতীয় কার্যাদি;

৮.৩

মন্ত্রিপরিষদ বিভাগের টেলিফোন (আবাসিক ও দাপ্তরিক), সেলফোন, ইন্টারকম, ফ্যাক্স সরবরাহ, সংরক্ষণ, সংযোগ ও বিচ্ছিন্নকরণ এবং এ সংক্রান্ত বিল পরিশোধ;

৮.৪

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাগণের দপ্তরে পানির ফিল্টার সরবরাহ, মেরামত সংক্রান্ত যাবতীয় কার্যাদি;

৮.৫

দপ্তরবিহীন মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীর দপ্তরের ব্যবস্থাকরণ ও লজিস্টিক সরবরাহ সংক্রান্ত কাজের সমন্বয়;

৮.৬

মন্ত্রিপরিষদ বিভাগের প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাগণের প্রটোকল সংক্রান্ত কার্যাদি;

৮.৭

গ্রহণ ও প্রেরণ ইউনিটের ব্যবস্থাপনা;

৮.৮

লাইব্রেরির ও রেকর্ড শাখাসহ প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাগণের সংবাদপত্র ও সাময়িকী ইত্যাদি সংগ্রহ সংক্রান্ত যাবতীয় কার্যাদি;

৮.৯

পত্রিকার বিজ্ঞাপন বিল পরিশোধ সংক্রান্ত;

৮.১০

মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ/দপ্তরের সমন্বয়;

৮.১১

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়/গনপূর্ত অধিদপ্তরের সাথে যোগাযোগপূর্বক মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন কক্ষ বরাদ্দ, সংরক্ষণ, মেরামত (সিভিল ও ই/এম) সংক্রান্ত কার্যাদি এবং গণপূর্ত অধিদপ্তর কর্তৃক আসবাবপত্রসহ অন্যান্য সামগ্রী সরবারহের বিষয়ে পত্র যোগযোগ; এবং

৮.১২

ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কাজ।

 

লাইব্রেরিয়ান এর দায়িত্ব/কার্যাবলি

 

  1. গ্রন্থাগার সংরক্ষণ, সংগঠন, ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত কার্যক্রম;
  2. মন্ত্রণালয়ের কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের সরকারি প্রকাশনা, পুস্তক, প্রতিবেদন, পত্রিকা ও সাময়িকী নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণের কার্যক্রম;
  3. গ্রন্থ তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ;
  4. বিভিন্ন গ্রন্থাগারের সংগে বই-পত্র আদান-প্রদান বিষয়ক কার্যক্রম;
  5. মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট দেশি ও বিদেশী তথ্য/রিপোর্ট সংগ্রহ;
  6. গ্রন্থপঞ্জি ও নির্ঘন্ট তৈরীকরণ;
  7. কম্পিউটারের মাধ্যমে লাইব্রেরির তথ্য সংগ্রহ ও পাঠকদের চাহিদা মোতাবেক দ্রুত তথ্য বিতরণের ব্যবস্থা গ্রহণ;
  8. অধিশাখা কর্তৃক গৃহিত কার্যক্রম/জারিকৃত নির্দেশনার বাস্তবায়ন পরিবীক্ষণ;
  9. গ্রন্থাগারের বই, সাময়িকী ও বিভিন্ন প্রকাশনার চাহিদা নির্ধারণে প্রস্তাব প্রণয়নের কার্যক্রম;
  10. কর্মকর্তা/কর্মচারীদের পাঠ চর্চা বৃদ্ধির লক্ষ্যে লাইব্রেরির সেলফ্, পড়ার টেবিল, পর্যাপ্ত চেয়ার, লাইব্রেরি কক্ষ সম্প্রসারণ, এ. সি. সংযোগ ইত্যাদি বিষয়ের সার্বিক উন্নয়নের কার্যক্রম গ্রহণ করা;
  11. সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের অফিসের কাজে ব্যবহারের নিমিত্ত যুগোপযোগী বই সংগ্রহের  কার্যক্রম গ্রহণ করা।
  12. প্রতি অর্থবছরে নতুন বই ক্রয়, অনুদান প্রাপ্ত বই, পত্রিকা সাময়িকীর সংখ্যা বৃদ্ধি করা, এবং লাইব্রেরির নিয়মানুসারে এগুলির ব্যবস্থাপনাসহ সুন্দরভাবে বিন্যস্ত করা; এবং
  13. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলি।

 

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন